★★★ ঈদের ছুটিতে প্রিমিয়াম হাউজ বোট করে টাঙ্গুয়ার হাওর বিলাস★★★
ভরা বর্ষা, চারদিকে পানি থই থই করছে। ভাসমান বাড়িতে থাকার স্বপ্ন সত্যি করার এটাই উপযুক্ত সময় 😍। সাথে প্রিমিয়াম হাউজ বোটের অভিজ্ঞতা তো থাকছেই।
আপনার সর্বাধিক স্বাচ্ছন্দ্য এবং আতিথেয়তা উপভোগ্য করে তুলতে দেশের অন্যতম নির্ভরযোগ্য ট্যুর অর্গানাইজার Chittagong Tourist Gang আছে আপনার পাশে।
💸#ইভেন্ট ফি: জনপ্রতি 👇👇👇👇
৮০০০ ৳ প্রতি জন (৪:১ রুম শেয়ারিং)
৯০০০ ৳ প্রতি জন (৩:১ রুম শেয়ারিং)
কাপল হলে ১০,০০০৳ প্রতি জন। (২:১ কেবিন শেয়ারিং)
#ইভেন্ট ডেট ঃ ১০-১৪ জুন, ২০২৫
১ রাত ২ দিনের প্যাকেজ। চট্টগ্রাম জি.ই.সি থেকে যাত্রা শুরু। চট্টগ্রাম - সুনামগঞ্জ নন-এসি বাস, সেখানে ঘোরাঘুরির জন্য রিজার্ভ বাস, হাউস বোট, অভিজ্ঞ গাইড, থাকা এবং খাবার খরচ এর অন্তর্ভুক্ত।
ঢাকা বা দেশের যে কোন জেলা থেকে আমাদের এই ট্যুরে অংশগ্রহণ করা যাবে, সেক্ষেত্রে নিজ দায়িত্বে যাত্রার দিন চট্টগ্রাম/সুনামগঞ্জ এসে নিদিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।
⏩ট্যুর প্ল্যান:
⏭️যাত্রা শুরুঃ
১০ জুন রাত ৮:০০ এ গরীবুল্লাহ শাহ মাজার থেকে নন এসি বাসে করে সুনামগঞ্জে রওনা দিবো।
1️⃣দিন-০১:
★ সকালে সুনামগঞ্জ পৌঁছে নাস্তা সেরে নিবো হাউজবোট।
★ প্রথমেই আমরা চলে যাব ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে হাওরের অতিপ্রাকৃত সৌন্দর্য উপভোগ করবো। লাইফ জ্যাকেট পরে হাওরে ভেসে বেড়াবো, চা পান করবো। চাইলে ছোট নৌকা দিয়ে জলাবনের ভেতরেও যেতে পারবেন।
★ বোটে ফিরে আমরা হাওরের মাছ দিয়ে দুপুরের খাবার খেয়ে চলে যাবো টেকেরঘাট।
★ বিকালে শহীদ সিরাজ নীলাদ্রি লেকসহ আশেপাশের এলাকা ঘুরে দেখবো।
★ রাতটা আমরা হাওরের মাঝে বোটের ছাদে আড্ডা আর গানে পার করবো।
2️⃣দিন-০২:
★ সকালে হাওরের বুকে সূর্যোদয় দেখে নাস্তা সেরে বোট নিয়ে চলে যাবো সোজা যাদুকাটা নদী।
★ যাদুকাটা নদী, বারিক্কা টিলা ও শিমুল বাগান ঘুরে সবাই আরেকবার পানিতে ঝাপাঝাপি করে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করবো বিকেলে। আর জম্পেশ খাওয়া তো আছেই।
★ সন্ধ্যার মধ্যে সুনামগঞ্জ পৌঁছে ফ্রেশ হয়ে রাতের খাবার খাবো।
★ রাত ৯ টায় নন এসি ট্রান্সপোর্টে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা করবো৷
যাত্রা শেষঃ
পরদিন ভোরে সবাই চট্টগ্রাম থাকবো ইন শা আল্লাহ্।
________________________________________
❑ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়ঃ
• কোনো রকম লুকায়িত খরচ।
• আসা যাওয়ার পথে বাসে যাত্রা বিরতির খাবার।
▪️শিমুল বাগানে টিকিট খরচ।
_________________________________________
❑ যা যা সাথে নিতে পারেন:
• রোদ কিংবা বৃষ্টির জন্য সানগ্লাস, সানস্ক্রিম, এবং গামছা নেয়া আবশ্যক
• পলিথিন ও ছাতা
• ফোন ও ক্যামেরার জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ
• পাওয়ার ব্যাংক
_________________________________________
➡#যাত্রার তারিখঃ ১০ জুন রাত ৮(জি.ই.সি হতে গরীবুল্লাহ শাহ মাজার হতে)
⬅#ফেরার তারিখঃ ১৪ জুন সকালে ইন শা আল্লাহ।
#আমাদের ট্যুর প্ল্যানঃ
➡চট্টগ্রাম থেকে রাতের বাস সুনামগঞ্জ।
➡ সুনামগঞ্জ হয়ে টাংগুয়ার হাওড়। নিলাদ্রী লেক+শিমুল বাগান+জাদুকাটা নদী+রাত্রি যাপন টাংগুয়ার হাওর নোকায়।
➡পরের দিন চটগ্রামের উদ্দেশ্যে রাতের বাসে রওনা দিয়ে সকালে চট্টগ্রাম।
#এই ট্রিপে আমরা দেখবঃ
✴সুনামগঞ্জ
✴টাংগুয়ার হাওড়
✴নিলাদ্রী লেক
✴শিমুল বাগান
✴জাদুকাটা নদী
✴ বারিক্কা টিলা
✴রাত্রি যাপন টাংগুয়ার হাওর প্রিমিয়াম হাউসবোটে।
-------------------------------------------
ফুড মেন্যুঃ
আমাদের খাবারের ব্যাপারে দেশীয় স্বাদের কথা চিন্তা করা হয়েছে। যেহেতু হাওর অঞ্চল, আমরা লোকাল এভেইলেবল খাবারের দিকেই জোর দিয়েছি।
ডে-০১ঃ
নাস্তা-০১ঃ সকাল ৭ঃ৩০- খিচুড়ি, ডিম ঝোল, বেগুন/পটল ভাজা, আচার, সালাদ।
স্ন্যাক্স-০১ঃ চা, কেক/বিস্কুট।
লাঞ্চ-০১ঃ সাদা ভাত, মুরগীর রোস্ট/কারী, আলু ভর্তা, হাওরের মাছ ভুনা, ডাল।
স্ন্যাক্স-০২ঃ সিজনাল ফ্রুটস।
ডিনার-০১ঃ সাদা ভাত, আলু/মাছ ভর্তা, দেশী/রাজ হাঁস ভুনা, ডাল, কোক।
-------------------------------------------------
ডে-০২ঃ
নাস্তা-০১ঃ খিচুড়ি/চিকেন আখনি, আচার, ডিম ভাজি৷
স্ন্যাক্সঃ০১ঃ জুস, বাটারবন/কেক।
লাঞ্চ-০১ঃ সাদা ভাত, মুরগী ভুনা, হাওড়ের মাছ ভুনা, আলু ভর্তা, ডাল৷
স্ন্যাক্স-০২ঃ চা, মুড়ি মাখা।
** বোটে সার্বক্ষণিক ফিল্টার পানির ব্যাবস্থা থাকবে৷
** চা এর ব্যাবস্থা থাকবে।
*** ফুড মেন্যু অলমোস্ট সেইম থাকবে৷ এভেইলেবিলিটির উপর ডিপেন্ড করে আইটেম আগে পরে হতে পারে৷
🚨#কনফার্মেশন সিস্টেম:
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য আপনাকে জনপ্রতি💰৩০০০+৬০(বিকাশ চার্জ) =৩০৬০/- টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য)।
কিংবা সরাসরি আমাদের অফিসে এসেও টাকা জমা দিতে পারেন।
বাকি টাকা ট্রিপ দিন দিলে হবে।
টাকা পাঠানোর বিকাশ নম্বর:
📲01675 920711 -personsl
(বিকাশে টাকা পাঠানোর পর কল দিয়ে কনফার্ম করবেন এবং মেসেজ পাঠাবেন নাম, মোবাইল নাম্বার, বিকাশ এর শেষ ৩ ডিজিট)
অফিসঃ
চট্টগ্রাম ট্যুরিস্ট গ্যাং
জিন্নাত সেন্টার (নীচ তলা)
২ নং গেইট ফিনলে স্কয়ার পর, বাটা শো রুম বিল্ডিং, চট্টগ্রাম।
🔰#কনফার্ম_করার_শেষ_সময়ঃ ৩০ মে বিকাল ৫ টায়। তার আগে সিট ফিলাপ হয়ে গেলে কিছু করার নেই।সিট ক্যাপাসিটি ২০ জন।
🤘🤘#অংশগ্রহণকালীন_যা_মেনে_চলতে_হবে:
🔘এটি একটি গ্রুপ ট্যুর, অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
🔴ন্যাশনাল আইডি কার্ড এবং এর ফটোকপি নিতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে যেকোন ছবিযুক্ত পরিচয়পত্র এবং এর ফটোকপি নিতে হবে।
🔘কোন ধরনের মাদক_দ্রব্য সেবন বা সাথে নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
🔴টিম লিডারের সকল সিদ্ধান্ত মেনে নিতে হবে।
🔺🔻ট্যুর সংক্রান্ত যে কোন প্রয়োজনে কল দিতে পারেনঃ
#ওয়াফি 01675 920 711
#সাকিব 01834682762
আমাদের সাথে যেতে চাইলে ইভেন্টের #Going/#Interested এ ক্লিক করে রাখুন, আপডেট পেয়ে যাবেন!
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লিংক
https://www.facebook.com/groups/chittagongtouristgang/?ref=share
আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/1300420630074172/?ref=share
টেলিগ্রাম গ্রুপ লিংক
Chittagong Tourist Gang
https://t.me/chittagongtouristgang007
***পরিশিষ্টঃ দেশটা আমার, আপনার, সবার!এই দেশের সৌন্দর্য রক্ষা করার দায়িত্বও আমাদের। অনুগ্রহ করে পানির বোতল, বিস্কুট, কেক এর প্যাকেট এবং অন্যান্য আবর্জনা দিয়ে পরিবেশ নষ্ট করবেন না ।